খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়িতে জবরদখল করে গাছ কেটে মাটি ভরাট করে অন্যের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী ২৪শে নভেম্বর মানিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলা সুত্রে জানা যায়, ২০৮নং মানিকছড়ি মৌজার ওসমানপল্লী এলাকায় ৬৯১নং হোল্ডিয়ের ৬১৯নং দাগের চার একর চল্লিশ শতক একর ৩য় শ্রেণির ভূমি ক্রয়সূত্রে মালিক তৌহিদুল ইসলাম। তিনি জমিটি কিনার পর থেকে ভোগদখলে আছে। চাকুরির সুবাদে তাকে বিভিন্ন জায়গায় অবস্থান করতে হয়, সেই সুযোগে বিল্লাল হোসেন, ওসমান গনি, নজরুল ইসলাম, মানিক জারদখল করে বাগান থেকে ১(এক) ট্রাক গাছ কেটে ফেলেছে।

তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, তারা দীর্ঘদিন যাবত আমাকে আমার ক্রয়কৃত জায়গা হতে উচ্ছেদের অপচেষ্টা চালিয়ে আসছে। মাটি কাটা ও গাছ কাটতে বাঁধা দিলে তারা আমাকে হত্যাসহ নানাহ ধরণের হুমকি ধমকি প্রদর্শন করে আসছে। আমাকে কোথাও একা পাইলে যেকোন সময় যে কোন ধরণের ঘটনা ঘটানোর সমূহ সম্ভাবনা বিদ্যমান। বিবাদীগণের এহেন হুমকি ধমকিতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছি।
এামলার বিবাদী বিল্লাল হোসেন বলেন, জমিটি মুলত আমার নই। আমি ওসমান গনির কাছ থেকে লিজ নিয়েছি। গাছ কাটার বিষটি অস্বীকার করেন তিনি।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই সৈয়দ আহমদ বলেন, তদন্তে প্রমান হয়েছে জমিটি মুলত তৌহিদুল ইসলামের কিনা সম্পত্ত্বি। বিবাদীগণ জোর পুর্বক তার জমি দখলের অপচেষ্ঠায় গাছ কেটে ও মাটি ভরাটের কাজ করছে। আমরা স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্ঠা করছে। মিমাংসা না হলে মামলা আদালতে পাঠানো হবে।

